Monday, May 21, 2012

প্রবন্ধ সামগ্র

ভূদেব মুখোপাধ্যায়




সাহেবের নাকল করে বাঙ্গালিত্ব বিসর্জন দেব? নাকি বাঙ্গালির নিজস্ব সম্পদগুলো ঘষেমেজে যথাসম্ভব ঝকঝকে করে তুলব? উনিশ শতকের অন্যত্ম প্রধান বাঙালি চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায় ঋণ ও গ্রহিষ্ণুতার মধ্যে তাফাৎ করতেই বাঙ্গালির আচার-বিচার-সমাজ-পরিবারের আদত রূপটি ধরতে চেয়েছেন পাঁচটি গ্রন্থে। উপনিবেশের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে অন্তর্জগতের জাতীয়তাবাদের এক মোকাম রচনা করেছিলেন তিনি। দীর্ঘদিন দুষ্প্রাপ্যভূদেবের সবকটি প্রবন্ধের এই প্রথম এক অখণ্ড সংস্করণ প্রকাশিত হল। সমগ্রটিতে স্থান পেয়েছে পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ, বিবিধ প্রবন্ধ-১ম ও বিবিধ প্রবন্ধ-২য় ভাগ। টীকা ও ভাষ্য সম্বলিত এই গ্রন্থটি সম্পাদনা করেছেন মনস্বিতা সান্যাল ও রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
ভুমিকা- প্রদীপ বসু।
১০০০ টাকা।

No comments:

Post a Comment